এবার অতিরিক্ত টার্নের কথা ভেবে বোকা বনেছে উইন্ডিজ

Mehidy Hasan Miraz
বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরছেন শাই হোপ। ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রাম টেস্টে মাত্রাতিরিক্ত টার্ন দেখেই কিনা মিরপুরে অমন তালগোল পাকালো ওয়েস্ট ইন্ডিজ। সাকিব-মিরাজদের বল টার্ন হবে ভেবে আগেভাগে তৈরি হয়ে খেলতে গিয়েছিল, কিন্তু বল টার্ন না করে সোজা গিয়ে বোকা বানিয়ে দিল তাদের। দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা জোমেল ওয়ারিক্যান বলে গেলেন, তাদের এই বেহাল দশার কারণ বলের বাঁক বুঝতে ভুল করা।

বাংলাদেশের ৫০৮ রানের জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে স্পিনে কাঁপাকাপি করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব-মিরাজের স্পিনে ২৯ রানেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। বলের বাঁক বুঝতে ভুল করে তাদের পাঁচ ব্যাটসম্যানই হয়েছে বোল্ড। শেষে কোনমতে দিন শেষ করেছে ৭৫ রান তুলে।

সাকিব আল হাসানের বলটা অফ স্টাম্পে পড়ে সামান্য ভেতরে ঢুকল। ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বোলা সোজা গিয়ে খেয়ে নিল তার অফ স্টাম্প। মেহেদী হাসান মিরাজের মিডল স্টাম্প বরাবর বলে টার্ন হবে বলে বোকা বনলেন কিরন পাওয়েল। আড়াআড়ি খেলতে গিয়ে খোয়ালেন উইকেট।

সুনিল আম্রিস হয়েছে সবচেয়ে দৃষ্টিকটু আউট। সাকিবের অফ স্টাম্প বরাবর বলটা টার্ন করল না মোটেও, হলো না নিচুও। ক্রিজ থেকে খামাখা একটু বেরিয়ে এসে আড়াআড়ি খেলতে গেলেম তিনি। ফলাফল অফ স্টাম্প নাই।

রোস্টন চেজ আর শাই হোপ প্রায় একইভাবে মিরাজের বলে কুপোকাত হলেন। অফ স্টাম্পের উপর থাকা সোজা বল ভেতরে ঢুকবে ভেবে তৈরি ছিলেন। কিন্তু বল তৈরি ছিল সোজা গিয়ে আঘাত হানতে।

যে পিচে সাড়ে পাঁচ সেশন অনায়াসে ব্যাট করল বাংলাদেশে সেখানে এভাবে উইকেট খোয়ানোর কারণ কি? ওয়ারিক্যানই খোলাসা করলেন তাদের এমন দশার কারণ,  ‘আমার মনে হয় সবাই অতিরিক্ত টার্ন হবে ভেবে ব্যাট চালিয়েছে কিন্তু বল সোজা গিয়ে আঘাত করেছে স্টাম্পে।  কাল আমাদেরকে ঠিকভাবে খেলতে হবে। সকালে ভালোটা শুরু করে স্কোর ভাল জায়গায় নিয়ে যেতে হবে।’

 

 

Comments

The Daily Star  | English

Trump won't say if US will strike Iran, but says it's 'late to be talking'

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago