খালেদার ফেনী-১ আসনের মনোনয়ন বাতিল
দুটি দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় বিএনপি প্রধান খালেদা জিয়ার ফেনী-১ আসনের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে।
আমাদের ফেনী সংবাদদাতা জানান, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজ (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া এবং আরও তিনজনের মনোনয়ন বাতিল করে দিয়েছেন।
অন্য তিনজন হলেন: বিএনপি মনোনীত নূর মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চৌধুরী ও মিজানুর রহমান।
খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ আসন ছাড়াও বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ (২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা সারাদেশে ৩,০৬৫ মনোনয়নপত্র বাছাই করবেন।
বিএনপির পক্ষ থেকে গতকাল বলা হয়েছে যে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে দলের পক্ষ থেকে আইনি লড়াইয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের আদেশ
Comments