যেখানে সাকিবই ইতিহাসের একমাত্র খেলোয়াড়!

ইনজুরি কাটিয়ে ওঠার জন্য বিশ্রামের বিকল্প আর কি হতে পারে? তবে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য পুনর্বাসনে হালকা অনুশীলন করে থাকেন খেলোয়াড়রা। কিন্তু তাই বলে ফিটনেস পাওয়ার জন্য একেবারে আন্তর্জাতিক ম্যাচ। তাও আবার টেস্ট ম্যাচ। এমন দুঃসাহসটা হয়তো বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানই হয়তো একমাত্র খেলোয়াড় হিসেবে করেছেন। অধিনায়কের ভাবনাটা এমনই।
সাকিব আল হাসান। ছবি : ফিরোজ আহমেদ।

ইনজুরি কাটিয়ে ওঠার জন্য বিশ্রামের বিকল্প আর কি হতে পারে? তবে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য পুনর্বাসনে হালকা অনুশীলন করে থাকেন খেলোয়াড়রা। কিন্তু তাই বলে ফিটনেস পাওয়ার জন্য একেবারে আন্তর্জাতিক ম্যাচ। তাও আবার টেস্ট ম্যাচ। এমন দুঃসাহসটা হয়তো বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানই হয়তো একমাত্র খেলোয়াড় হিসেবে করেছেন। অধিনায়কের ভাবনাটা এমনই।

ইনজুরির কারণে চট্টগ্রাম প্রথম টেস্ট খেলার কথা ছিল না সাকিবের। অধিনায়কও এমনই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কোচ স্টিভ রোডসের পীড়াপীড়িতেই মাঠে নামেন তিনি। মূলত বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর রোডসের প্রথম মিশনটা ছিল উইন্ডিজে। আর সেখানে শিষ্যদের নাস্তানুবাদ হতেই দেখেছেন। টাইগারদের সংগ্রামের কথা ভেবেই হয়তো চেয়েছিলেন এবার ঘরের মাঠের তার উপযুক্ত জবাব দিতে। আর সেখানে যদি দলের সেরা খেলোয়াড়ই না থাকেন তাহলে শক্তিটা কি পূর্ণ হয়। তাই সাকিবকে পেতে কিছুটা জোরাজোরিই করেন এ কোচ।

আর সংবাদ সম্মেলনে সে কথাটাই হেসে জানালেন সাকিব, ‘সত্যি কথা বলতে, প্রথম টেস্টটা আমি খেলতে চাই নি। একমাত্র কোচের কারণেই খেলাটা হয়েছে। আমি কখনোই খেলতাম না। আমাকে যতবার বলেছি, আমি বলেছি আমি পারবো না। কারণ আমার ঐ বিশ্বাসই ছিল না। আপনারা যদি আমার বোলিং দেখেন, আমি তিন-চার ওভারের স্পেল করেছি। কারণ আমার শরীরের অবস্থাই ওই রকম ছিল না। কিন্তু ও যেটা বলেছে যে, তুমি ম্যাচ খেলেই ফিট হতে পারবা। আমার মনে হয় আমি একমাত্র খেলোয়াড় বিশ্বক্রিকেটে যে ম্যাচ খেলে ফিট হই।’

অনেকটা মজা করে উত্তর দিলেও সাকিবের কথায় যুক্তি কম ছিল না। ম্যাচ খেলে ফিটনেস পাওয়ার রেকর্ড বিশ্ব ক্রিকেটে কোন খেলোয়াড়ের নেই বললেই চলে। এমন রেকর্ডের কোন পরিসংখ্যান বই নেই। তবে উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ঠিকই একটা বিশ্বরেকর্ডের ভাগীদার তিনি। মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রথম ইনিংসে প্রথম পাঁচ ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে বোল্ড করেছেন তিনি। এর আগে কোন দলের স্পিনাররা এমনটা করতে পারেনি।

Comments