টেস্টে নামার আগে সবচেয়ে কষ্ট, জেতার পর সবচেয়ে মজা: সাকিব
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- ক্রিকেটের কোন সংস্করণ সবচেয়ে প্রিয় সাকিব আল হাসানের? বাংলাদেশ অধিনায়ক উত্তরটা দিলেন সাফল্যের বিচার করে। একটা টেস্টে নামতে যে মানসিক প্রস্তুতি, নামার পর যে শারীরিক শ্রম, অসম্ভব মনঃসংযোগ রাখতে হয়, সেটাই হয়ে যায় বড় পরীক্ষা। এতসব বাধা উৎরে জিতে গেলেও আনন্দ হয় বিপুল। সাকিবের কাছে তাই টেস্ট জেতাই সবচেয়ে মজার।
সবচেয়ে মজার হলেও টেস্ট জেতাটা হরহামেশা আসে না বাংলাদেশের ক্রিকেটে। এখন যাও বা আসছে, আগে তো তাও পাওয়া যেত না। এই যেমন আগে প্রায়ই ইনিংস ব্যবধানে হারতে হতো বাংলাদেশকে। এবারই প্রথম সেই যন্ত্রণা ফিরিয়ে দেওয়া গেছে কোন প্রতিপক্ষকে।
ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংস ব্যবধানে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক ছিলেন ফুরফুরে মেজাজে।
আগের দিনই ইঙ্গিত ছিল এই টেস্ট বাংলাদেশ বড় ব্যবধানেই জিততে যাচ্ছে। এমন আভাস পেয়েই ড্রেসিং রুমে সতীর্থদের টেস্ট জেতার যে কি আনন্দ সেটাই নাকি বোঝাচ্ছিল সাকিব, ‘টেস্টটা শুরু হওয়ার আগে সবচেয়ে কষ্ট লাগে। টেস্ট জিতে গেলে সবচেয়ে আরাম লাগে। কালকেই ড্রেসিং রুমে বলছিলাম, টেস্ট জেতার যে মজা, যে সন্তুষ্টি সেটা অন্য কোনো ফরম্যাটে নেই। বড় বড় ম্যাচ তো জিতেছি কিন্তু ওই মজাটা তো টেস্টের মতো লাগে না।’
এই মজাটা তো এমনি এমনি আসে না। সেটাও মনে করিয়ে দিলেন অধিনায়ক, ‘কিন্তু শুরুর আগে অনেক কষ্ট লাগে, টেনশন হয়। পাঁচ দিন খেলা, বয়স হয়ে যাচ্ছে। (হাসি)। সব কিছু মিলিয়ে খেলার আগে কষ্ট লাগে। যখন খেলার ভেতরে ঢুকে পড়ি, ব্যাটিংয়ে রান করি, বোলিংয়ে উইকেট পাই তখন অনেক বেশি মজা লাগে। সেটা ওয়ানডে বলি, টি-টোয়েন্টি বলি তার চেয়ে অনেক বেশি লাগে। ’
Comments