তবু ওয়ানডে সিরিজ কঠিন হবে, মনে করছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে সিরিজে একদম পাত্তা দেয়নি বাংলাদেশ। দুই টেস্টেই জিতেছে আড়াই দিনে। তারমধ্যে শেষটিতে তো হারালো ইনিংস ব্যবধানে। এমন প্রাধান্য রাখার পরও সাকিব আল হাসান মনে করছেন ক্যারিবিয়ানদের সঙ্গে ওয়ানডে সিরিজ নাকি হবে বেশ কঠিন।
Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে সিরিজে একদম পাত্তা দেয়নি বাংলাদেশ। দুই টেস্টেই জিতেছে আড়াই দিনে। তারমধ্যে শেষটিতে তো হারালো ইনিংস ব্যবধানে। এমন প্রাধান্য রাখার পরও সাকিব আল হাসান মনে করছেন ক্যারিবিয়ানদের সঙ্গে ওয়ানডে সিরিজ নাকি হবে বেশ কঠিন।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে বেশ লড়াই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ জিতেছিল, টাই করেছিল আরেক ম্যাচ। সেই সিরিজে ছন্দে থাকা শেমরন হেটমায়ার এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও দেখিয়েছেন তার আগ্রাসী ব্যাটিং। ক্যারিবিয়ানদের খেলার ধরণের কারণেই তাই সাকিবের মনে হচ্ছে ওয়ানডেতে এত সহজ হারানো যাবে না তাদের, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে অনেক কঠিন হবে। আমাদের ওভাবেই প্রস্তুতি নিতে হবে। যদিও আমরা ওয়ানডে খুবই ভালো খেলছি কিন্তু আমরা বেশ ভালো একটা প্রতিপক্ষের সাথে তিনটা ওয়ানডে খেলবো। তো আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে যদি ভালো করতে হয়।’

গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতার পর সব সংস্করণেই জেতার সুযোগ বাংলাদেশের।

টেস্টে চোট সমস্যায় সবাইকে না পেলেও ওয়ানডেতে পুরো শক্তি নিয়েই নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা তো আছেনই। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের টপ অর্ডারও আছেন দারুণ ছন্দে।

৯ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি, ১১ ডিসেম্বর পরের ম্যাচও মিরপুরে। ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সেখানেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

8h ago