নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির বাতিল হওয়া অধিকাংশ প্রার্থীকে বৈধ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে ন্যায়বিচার হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আমি এটাও আশা করি ন্যায়বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা ন্যায়বিচার করেছে।’

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল বলেন, বিএনপির অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়া একটি বিজয়। বিএনপির আন্দোলনে জনগণের বিজয় যে আজকে দলের প্রার্থীরা বৈধ হয়ে এসেছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, আজ রাত ৮টার পর দলের চূড়ান্ত প্রার্থীদের আংশিক একটি তালিকা প্রকাশ করা যাবে।

নির্বাচনের পরিবেশের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেপ্তার বন্ধ করতে হবে।

অভিযোগ করে তিনি আরও বলেন, আজকে সরকার ভীতসন্ত্রস্ত বলেই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে নিরপেক্ষ হতে হবে, সেখানে সরকার বেআইনিভাবে হস্তক্ষেপ করছে। উদ্দেশ্য নির্বাচনকে প্রভাবিত করা।

Comments

The Daily Star  | English

Bangladesh, Pakistan, China launch trilateral cooperation mechanism

A working group will be formed to follow up on and implement the understandings reached during the meeting

2h ago