তামিমের কথায় মাথা খুলে সৌম্যের অমন ব্যাটিং

ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ইমরুল ফেরার পর তার সঙ্গে যোগ দিয়ে সেই উড়তে থাকা রানের চাকায় আরও বেগ বাড়িয়ে সুন্দর সমাপন ঘটিয়েছেন সৌম্য সরকার। তামিমের পথ ধরে তিনিও করেছেন ঝড়ো সেঞ্চুরি। ম্যাচ শেষে বললেন, তামিমের টিপস পেয়েই ফুলে-ফেঁপে উঠে তার আত্মবিশ্বাস।
Soumya Sarker
সেঞ্চুরির পর সৌম্য সরকার। ছবি: ফিরোজ আহমেদ

ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস ওপেন করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। ইমরুল ফেরার পর তার সঙ্গে যোগ দিয়ে সেই উড়তে থাকা রানের চাকায় আরও বেগ বাড়িয়ে সুন্দর সমাপন ঘটিয়েছেন সৌম্য সরকার। তামিমের পথ ধরে তিনিও করেছেন ঝড়ো সেঞ্চুরি। ম্যাচ শেষে বললেন, তামিমের টিপস পেয়েই ফুলে-ফেঁপে উঠে তার আত্মবিশ্বাস।

বিকেএসপির তিন নম্বর মাঠে যখন আলো নিভু নিভু, নেমে এসেছে সন্ধ্যা। আম্পায়ারদের ম্যাচ বন্ধ হওয়ার সময় তখন বিসিবি একাদশের রান ৩১৪, ডি/এল মেথডে ৫১ রানে জয় লেখা হয়ে গেছে। আর দলকে জিতিয়ে সৌম্যর নামের পাশে ঝলঝল করছে অপরাজিত ১০৩ রান।  ৭৫ বলে সেঞ্চুরি পেরিয়ে যাওয়ার পর ৮৩ বলের ইনিংসে তার ৭ চার আর হাফ ডজন ছক্কা।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডেতে করেছিলেন ঝড়ো সেঞ্চুরি। তার আগে এই বিকেএসপিতেই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি দিয়ে ফিরেছিলেন দলে। এবার আরেকটি ওয়ানডে সিরিজের আগে বিকেএসপির মাঠে দেখা গেল তার আরেকটি দাপুটে ইনিংস।

ওয়ানডাউনে নেমে তামিমের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন সৌম্য। শুরুতে উইকেটে গিয়েই দু’একবার ভুল শটও খেলতে দেখা গেছে তাকে। যদিও সময়ের সঙ্গেই মেলেছেন ডানা। বোলারদের উপর প্রভাব বিস্তার করে বদলে দিয়েছেন ম্যাচের চেহারা। বুক ফুলিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন। তবে আজকের সেঞ্চুরিতে পুরো কৃতিত্ব দিয়েছেন তামিমকে, 'আসলে শুরুতে আমার তেমন কোন পরিকল্পনা ছিল না। তামিম ভাই অনেক ভালো করছিলো। প্রত্যেক ওভারে অনেক রান আসছিলো। আমি চেষ্টা করেছি যে তাঁকে সাপোর্ট দেয়ার। যতটুকু সময়য় থাকি। আর বোলারগুলোতে দেখি। উনি আমাকে কিছু কথা বলছিলো যেগুলো আমার জন্য সহায়ক ছিলো।সেই অনুসারেই ব্যাটিং করেছি। একটা ভুল শট খেলেছি। এর মধ্যে উনি একটি কথা বলেছেন, তখন আরো মাথা খুলেছে।’

Tamim-Soumya

'উইকেটের বেশীক্ষণ থাকার চেষ্টা করছি। তামিম ভাই যেমন একটি কথা বলেছিল উইকেটের ভেতরে। এই কথাটি হয়তো বাইরে (খেলার বাইরে) উনার কাছে পেতাম না।  উইকেটে  থেকে এই কথাগুলো শেখা সহজ। অথবা পরিস্থিতি বুঝে প্রতিপক্ষের বিপক্ষে খেলে যা করা যায় তা অনেক সাহায্য করে। আর আমি এখন চেষ্টা করছি উইকেটে বেশীক্ষণ থাকার। নিজের শট গুলো আত্মবিশ্বাস নিয়ে খেলার।'

উইকেটে তামিমের থাকা কেবল দলের জন্যই নয়, তার পাশে সঙ্গী হিসেবে থাকলে যে কারো জন্য অন্যরকম স্বস্তির বলে মনে করেন সৌম্য, 'তামিম ভাই তো দলের জন্য সবসময়েই একটি অনুপ্রেরণা। উনি থাকলে সবার একটি আত্মবিশ্বাস থাকে যে সিনিয়র ক্রিকেটার, উনি ভালো টাচেও আছেন। উনি থাকলে একটি বিষয় থাকে যে ভালো একটি শুরু আসলে আমরা পেছনের দিকে আমাদের যে ব্যাটসম্যানেরা আছে তারা সহজেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে।'

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শুরুতে স্কোয়াডে ছিলেন না। তৃতীয় ওয়ানডেতে হুট করে সুযোগ পেয়েই করে ফেলেন সেঞ্চুরি। টপ অর্ডারে দারুণ ছন্দে থাকা ইমরুল কায়েস আর লিটন দাসের সঙ্গে জমিয়ে তুলেন মধুর লড়াই। এবার আরেকটি সেঞ্চুরি করে একাদশে জায়গার জন্য জোর দাবি জানিয়ে রাখলেন সৌম্য। এই ইনিংসেরই ধারা রাখতে চান ওয়ানডে সিরিজেও, 'আশা তো সবসময় বড়ই থাকে। আর স্বপ্ন বড় থাকাই তো ভালো। স্বপ্ন আমারও বড় থাকে। চেষ্টা করবো যে ম্যাচগুলোতে সুযোগ পাবো ধারাবাহিকতা বজায় রাখার। যেমনটা যাচ্ছে এমনটা রাখতে, সবসময় তো সবার সবকিছু হয় না। চেষ্টা করবো যে সুযোগ পেলে শেষ ম্যাচটি যেভাবে খেলেছি তেমনভাবে আত্মবিশ্বাসী হয়ে খেলতে।'

Comments