আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে আয়ারল্যান্ড সফর চূড়ান্ত হয়েই ছিল বাংলাদেশের। কথা ছিল সেখানে হবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। এবার চূড়ান্ত হয়ে গেছে সেই টুর্নামেন্টের সূচিও।
Bangladesh Team Practice
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে আয়ারল্যান্ড সফর চূড়ান্ত হয়েই ছিল বাংলাদেশের। কথা ছিল সেখানে হবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। এবার চূড়ান্ত হয়ে গেছে সেই টুর্নামেন্টের সূচিও।

ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। আসরের সবগুলো খেলাই হবে ডাবলিন শহরের দুই মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাবে।

৫ মে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

একদিন বিরতি দিয়ে ৯ মে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামবে বাংলাদেশ। ১৩ মে ফিরতি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তেমনিভাবে ১৫ মে বাংলাদেশ খেলবে প্রথম পর্বের শেষ ম্যাচ।

তিন দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে।

আয়ারল্যান্ডে এই টুর্নামেন্টকে বাংলাদেশসহ তিন দলই দেখছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বিশ্বকাপের আগে আগে হওয়ায় ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে অন্তত দুই মাস আগে দেশ ছাড়বে মাশরাফি মর্তুজার দল।

৩০ মে শুরু হবে এবারের বিশ্বকাপ। তবে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন, লন্ডনের ওভাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ।

 

 

Comments