কাদের সিদ্দিকীর আপিল শুনানি স্থগিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর আপিল শুনানি স্থগিত করেছে নির্বাচন কমিশন।
Kader Siddique EC
৮ ডিসেম্বর ২০১৮, আপিল শুনানি স্থগিত করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। ছবি: আরাফাত সেতু

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর আপিল শুনানি স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ (৮ ডিসেম্বর) সকালে আপিল শুনানির তৃতীয় দিনে কাদের সিদ্দিকীর শুনানি শুরু হয়। সেসময় তার বক্তব্য কিছুক্ষণ শোনে কমিশন। এরপর শুনানি স্থগিত ঘোষণা করে বিরতি নেওয়া হয়।

বিরতির সময় কমিশনের স্থগিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি আমার কথা বলেছি। তারা মনে করেছে- আমার বিষয়ে একটু বেশি কথা হবে। সেই জন্যে তারা বিকাল ৫টায় আমাকে আবার শুনানির জন্যে সময় দিয়েছেন।”

“এবারের নির্বাচন অন্য অনেক নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। জনগণ ভোট দিতে চায়। তারা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে।”

“আমার আপিল গ্রহণ হলে ধন্যবাদ, আমার আপিল যদি নামঞ্জুর হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়- সেজন্যেও ধন্যবাদ।”

সম্প্রতি, জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া এই দলটির নেতা টাঙ্গাইল-৪ (কালিহাতি) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল, সখিপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

কিন্তু, ঋণ খেলাপি হওয়ার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬টি মনোনয়নপত্রের আপিলের শুনানি হয়েছে। সেগুলোর মধ্যে ২৩টি মনোনয়নপত্র বৈধ, ৩৬টি বাতিল এবং ছয়টি স্থগিত করা হয়েছে। এছাড়াও, দুজন অনুপস্থিত ছিলেন।

Comments