সাকিব বিশ্বের সবচেয়ে সেরা ওয়ানডে ক্রিকেটার: সুনীল যোশী

সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার, এই কথায় হয়ত দ্বিমত করার উপায় নেই। কিন্তু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী সাকিবকে মনে করেন ওয়ানডে সংস্করণে সারা বিশ্বেরই সেরা ক্রিকেটার।
Sunil Joshi
ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার, এই কথায় হয়ত দ্বিমত করার উপায় নেই। কিন্তু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী সাকিবকে মনে করেন ওয়ানডে সংস্করণে সারা বিশ্বেরই সেরা ক্রিকেটার।

অনেকদিন থেকেই সব সংস্করণে শীর্ষ অলরাউন্ডারের তকমা সাকিবের গায়ে। ব্যাটিং, বোলিং তো বটেই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কারণে সুনাম থাকা সাকিবকে নিজের দেখা সেরা টেকটিক্যাল অধিনায়ক বলেছিলেন প্রধান কোচ স্টিভ রোডস। এবার সাকিবকে ওয়ানডে সংস্করণের সেরা ক্রিকেটার বললেন স্পিন বোলিং কোচ,  ‘আমার মনে হয় সাকিব শুধু জাতীয় গৌরবই নয়, আপনি তাকে বলতে পারেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরা ওয়ানডে ক্রিকেটার।’

চোট কাটিয়ে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে আগের মতই অবদান রেখে যাচ্ছেন সাকিব। টেস্ট সিরিজ মাতিয়ে আসার পর প্রথম ওয়ানডেতেও সাবলীল তিনি। আঁটসাঁট বোলিং করে ৩৬ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট করতে নেমেও খারাপ করেননি। মাঠে তার উপস্থিতি, শরীরী ভাষাই গড়ে দেয় ম্যাচের অ্যাপ্রোচ। যোশী এইসব কাছ থেকে দেখে উপলব্ধ হয়েছেন সাকিবের সামর্থ্য আসলে বেশ উঁচুতে, সোমবার ঐচ্ছিক অনুশীলনে এসে প্রশংসায় ভাসিয়েছেন দলের সেরা তারকাকে, ‘আপনি যদি তার দক্ষতার দিকে যদি তাকান। আমি বলছি বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যান হিসেবে সে দুর্দান্ত প্রতিভাধর, দক্ষতা সম্পন্ন খেলোয়াড়। এমনকি আমি বলব তার দক্ষতা দেখাতে মাত্র কয়েক সেশনই যথেষ্ট। সময়মতই তার দেখা মেলে এবং একই সঙ্গে সঠিক জায়গায় জ্বলেও ওঠে।’

যোশীর মতে সাকিবের ক্রিকেটীয় কৌশল, দক্ষতা আর অভিজ্ঞতার জন্য লাভবান হয়ে যাচ্ছে বাংলাদেশ দল।

 

Comments