প্রতীক নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু

প্রার্থীরা প্রতীক হাতে পেয়েই নেমে গেছেন প্রচারণায়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল দলগুলোর প্রার্থীদের নির্বাচন কমিশন থেকে প্রতীক হাতে পাওয়া মাত্রই গতকালই (১০ ডিসেম্বর) তাদেরকে প্রচারণায় নেমে যেতে দেখা যায়।
Campaign
১০ ডিসেম্বর ২০১৮ রাতে ঢাকা-১২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি অমান্য করে রঙিন পোস্টার নিয়ে প্রচারণা চালান। ছবি: আমরান হোসেন

প্রার্থীরা প্রতীক হাতে পেয়েই নেমে গেছেন প্রচারণায়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল দলগুলোর প্রার্থীদের নির্বাচন কমিশন থেকে প্রতীক হাতে পাওয়া মাত্রই গতকালই (১০ ডিসেম্বর) তাদেরকে প্রচারণায় নেমে যেতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় নির্বাচনের ১০ বছর পর সারাদেশে আবারও নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে। তবে ২০১৪ সালের নির্বাচনকে অনেকে ‘এক তরফা’ আখ্যা দেওয়ায় সেই নির্বাচনে উৎসব-আমেজের চেয়ে সহিংসতার আশঙ্কাই বেশি লক্ষ্য করা গিয়েছিলো।

Campaign
১০ ডিসেম্বর ২০১৮, ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন ঢাকা-৯ আসন থেকে বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ছবি: আমরান হোসেন

এবছর নির্বাচনে অংশ নিচ্ছেন ১,৮৪১ প্রার্থী। তাদের মধ্যে ১,৭৪৫ জন বিভিন্ন দলের এবং ৯৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, প্রতীক বরাদ্দ করার সময় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির কপি দেন। এসময় তারা প্রার্থীদের শান্তিপূর্ণভাবে ও আন্তরিক পরিবেশে প্রচারণা চালানোর অনুরোধও করেন।

এরপর, প্রতীক হাতে পেয়েই প্রার্থীরা নেমে যান ভোটারদের মন জয় করার কাজে।

Comments