প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে গোপালগঞ্জ থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস ফাইল ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর আজ (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

আওয়ামী লীগ সভাপতি বিকেলে জেলার কোটালিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।

এর আগে তিনি সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মঙ্গলবার সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

7h ago