আমরা এই দেশকে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ (১৩ ডিসেম্বর) ফরিদপুর মোড়ে তিনি বলেন, “আমরা এই দেশকে গড়ে তুলতে চাই। নতুন প্রজন্মের ভাগ্য গড়ে তুলতে চাই।”
গত ১০ বছরে আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে তা গতিশীল রাখার জন্যে তিনি জনগণকে আহ্বান জানান। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি দেশের উন্নয়নের ধারা ধরে রাখার জন্যে নৌকা মার্কায় ভোট চান।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বিএনপি-জামাত লুটপাট করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১৪ সালে নির্বাচন ঠেকানোর চেষ্টা কার হয়েছিলো। মানুষ তা প্রতিহত করেছিলো।”
আওয়ামী লীগ সভাপতি আজ ঢাকায় ফেরার পথে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং ঢাকার সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
উল্লেখ্য, টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর তিনি গতকাল তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর, গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনি এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
Comments