‘দেম্বেলের বদলে নেইমার, কখনোই নয়’
ফুটবল পাড়ায় বেশ জোরালো গুঞ্জন উসমান দেম্বেলের বদলে নেইমারকে ফিরিয়ে আনতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এ নিয়ে নাকি আলোচনাও গড়িয়েছে অনেকদূর। কিন্তু নেইমারের ভক্ত হওয়া সত্ত্বেও এ বদলে বার্সেলোনার লাভ দেখছেন না ফ্রান্সের সাবেক খেলোয়াড় ও কোচ রবার্ট পেরেজ। এমন বদল নিজের দলে কখনোই করতেন না বলে জানান ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী এ তারকা।
বর্তমান বিশ্বের সবচেয়ে দামী তারকা নেইমার। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন। সাম্প্রতিক সময়ে ছন্দেও আছেন দারুণ। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সবে মাত্র নিজেকে মেলে ধরতে শুরু করেছেন দেম্বেলে। চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন। দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করে আলোচনায় আসেন এ ফরাসী।
তাই দেম্বেলের পরিবর্তে নেইমারকে দলে টানা কতটুকু কার্যকর হবে বার্সেলোনার জন্য, এ নিয়ে নানা মুনির নানা মত। মুন্ডো দিপার্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ বললেন, ‘আমি তাকে (দেম্বেলে) ভালোবাসি। আমরা সবসময় মেসির ব্যাপারে বলে থাকি। কিন্তু এ ছেলেটা খুবই ভালো। যদি আমাকে বাছাই করার সুযোগ দেওয়া হতো, তাহলে আমি দেম্বেলের জায়গায় নেইমারকে কখনোই নিতাম না।’
‘উসমানের বয়স মাত্র ২১। বলের উপর তার ডান এবং বাঁ দুইপায়েই দারুণ সব কারুকাজ রয়েছে। সে যা করেছে তার চেয়েও বেশি করার ক্ষমতা তার রয়েছে। সে খুবই তরুণ। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগা জেতাতে সাহায্য করতে পারে। আর সে কি করতে পারে তা টটেনহ্যাম ও এস্পানিওলের বিপক্ষে করে দেখিয়েছে।’- দেম্বেলের প্রশংসা করে আরও বলেন পেরেজ।
চলতি মৌসুমে দারুণ খেললেও দেম্বেলের বিপক্ষে বেশ ক্ষিপ্তই বার্সেলোনা। বেশ কয়েকবারই অনুশীলনে দেরি করে এসেছেন। যার জেরে এক ম্যাচে তাকে স্কোয়াডেই রাখেননি বার্সা কোচ এরনাস্তো ভেলভারদে। দুদিন আগেও করেছেন একই কাণ্ড। এখনও পরিণত হয়ে উঠতে পারেননি বলেই এমনটা করেছেন বলে মনে করেন পেরেজ, ‘সে যা করেছে বাচ্চা বলেই করেছে। তাকে অবশ্যই সুশৃঙ্খল হতে হবে।’
মূলত দেম্বেলে বার্সেলোনায় সুখে নেই বলেই এমনটা হচ্ছে বলে জানা গেছে। অবসাদ কাটাতে ভিডিও গেমসে মনোযোগী হয়েছেন। তাই মাঝে মধ্যেই অনুশীলনে দেরি করে ফেলেন এ ফরাসী। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে খুব একটা সুখে নেই নেইমার। মেসির ছায়া থেকে মুক্তি পেতে গিয়ে ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপের ছায়ায় ঢাকা পড়েছেন তিনি। তাই আবার কাতালান ক্লাবে ফিরতে চান এ ব্রাজিলিয়ান।
Comments