সেগুনবাগিচায় মির্জা আব্বাসের উপর হামলা
রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচনী প্রচারণাকালে আজ (১৫ ডিসেম্বর) হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
এ ঘটনায় তার দলের কমপক্ষে ১৭/১৮ জন কর্মী আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
মির্জা আব্বাস জানান, সেগুনবাগিচার কাঁচাবাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় অন্তত শতাধিক ব্যক্তি তার ও সমর্থকদের উপর হামলা চালায়।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments