‘হামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না’
ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ড. কামাল হোসেন। আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগের কথা বলেন তিনি।
যারা আক্রমণের শিকার তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে ড. কামাল বলেন, ‘যারা আক্রমণ করছে তাদের কিছু বলা হচ্ছে না। এ রকম ঘটতে থাকলে স্বাভাবিকভাবে আশঙ্কা হবে, ভোটের দিন কী হতে পারে।’
‘দুঃখজনক হলেও সত্য, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। সমর্থক, প্রার্থীদের ওপর আক্রমণ করা হচ্ছে। অনেকে গুলিবিদ্ধও হচ্ছেন। কিন্তু এসব ঘটনার পরে কোনো তদন্ত হয় না, আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয় না।’
এই অবস্থায় তিনি আবারও সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলেন।
ড. কামাল বলেন, ‘আশঙ্কা আছে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না। তারা বুঝতে পারছে যে জনমত কোনদিকে আছে।’
জাতীয় ঐক্যফ্রন্ট কাল সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। এ বিষয়ে জোটের শীর্ষ নেতা কামাল হোসেন আশা করেন, দেখা করার অনুমতি তারা পাবেন।
Comments