সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে সংসদকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম, বিচারবিভাগকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আজ (১৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার সময় এ কথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করার সময় তিনি আরও বলেন, “নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রেখে প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য সহায়তা লাভের সুযোগ-সুবিধা অবারিত করা হবে।”
তিনি আরও বলেন, “সর্বজনীন মানবাধিকার সুনিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের যে কোন প্রচেষ্টা প্রতিহত করা করা হবে। মানবাধিকার কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা নিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত থাকবে।”
এর আগে ইশতেহার ঘোষণার সময় তিনি জাতির স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার সরকারের আমলে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
আরও পড়ুন:
‘প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তি প্রদান অব্যাহত থাকবে’
‘প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে’
Comments