নীরবসহ বিএনপির ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবসহ দলটির ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বর মাসে হওয়া একটি মামলায় আজ তাদের বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা জারি হলো।
Gavel

ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবসহ দলটির ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বর মাসে হওয়া একটি মামলায় আজ তাদের বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা জারি হলো।

মোট ৭১ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. শরফুজ্জামান আনসারী এই আদেশ দেন। আদেশ প্রতিপালনের ব্যাপারে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক রমজান আলী গত ১৫ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুসহ ৭১ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে আদালতে এই মামলার অভিযোগপত্র দিয়েছিলেন। সেসময় নীরবসহ ৩৭ জনকে পলাতক হিসেবে দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল।

২০১৭ সালের ১৯ ডিসেম্বর শাহবাগ থানায় হওয়া ওই মামলার অভিযোগে বলা হয়, ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে হাইকোর্টের মাজারের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে তারা পুলিশের ওপর চড়াও হয়।

Comments