ভোটারদের টাকা দেওয়ায় হবিগঞ্জে জাপা নেতার কারাদণ্ড

হবিগঞ্জে নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Gavel

হবিগঞ্জে নির্বাচনী মাঠে টাকা বিলির দায়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মুরাদ আহমদকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌনে ৩টায় নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতাউল গণি ওসমানী এ দণ্ড দেন।

এর আগে, ভোটারদের মধ্যে টাকা এবং নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণের সময় নবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, জাপা নেতা মুরাদ ভোটারদের মধ্যে টাকা বিতরণ ও নির্ধারিত সময়ের বাইরে লিফলেট বিতরণ করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে রোববার বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড দেন। মুরাদকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments