জেএসসি পাশের হার ৮৫%

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের বাড়লেও, কমেছে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।
স্টার ফাইল ফটো

এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের বাড়লেও, কমেছে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।

আজ (২৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি পরীক্ষার ফলাফল তুলে দেওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষণা দেন যে এ বছর জেএসসি পরীক্ষার পাশের হার ৮৫.২ শতাংশ।

এবারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের (জেএসসি এবং জেডিসি) সংখ্যা ৬৮,০৯৫ যা গত বছর ছিলো ১৮৪,৩৯৭।

Read More: JSC pass rate 85%, GPA 5 plummets​

Read More: Primary pass rate over 97%: Report​

Comments