সেনা মোতায়েনের পরও অবস্থার উন্নতি হয়নি: বিএনপি
সারাদেশে সেনা মোতায়েনের পরও নির্বাচনকালীন অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছে বিরোধীদল বিএনপি।
দলটির দাবি, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে তাদের ওপর চালানো হামলায় ধানের শীষের ১৯ প্রার্থীসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ (২৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, “সেনা মোতায়েনের পরও অবস্থার উন্নতি হয়নি।” তার মতে, “পুলিশ আগে লাঠিপেটার পাশাপাশি মাঝে মাঝে গুলি করত। এখন লাঠি বাদ দিয়ে শুধু গুলিই চালাচ্ছে ধানের শীষের প্রার্থী ও কর্মী-সমর্থকদের ওপর।”
তিনি বলেন, “আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে, সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতির অনেক উন্নতি হবে। আমরা এখনো বিশ্বাস করি যে, পরিস্থিতির উন্নতি হবে। সন্ত্রাসীদের ধরার পাশাপাশি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ দ্রুত সৃষ্টির জন্য আমি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
Comments