ড. কামালের নিরাপত্তা দিতে চায় পুলিশ

dr kamal hossain
ড. কামাল হোসেন। স্টার ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নিরাপত্তা দিতে চায় পুলিশ। প্রয়োজন হলে এ জন্যে তার চেম্বারে ও বাসায় তারা ব্যবস্থা নেবে।

এমনকি, প্রয়োজনে ড. কামালের গাড়ির সঙ্গে নিরাপত্তা দেওয়ার কথাও জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণমাধ্যমকে বলেন, “পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজন অনুযায়ী আমাকে তারা নিরাপত্তা দিতে চায়।”

এর আগে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা আজ (২৬ ডিসেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে ড. কামালের চেম্বারে আসেন।

তিনি আরও বলেন, ডিএমপি কমিশনারের আসার কথা থাকলেও কাজে আটকা পড়ায় আসতে পারেননি বলে দুঃখপ্রকাশ করেছেন।

নির্বাচনে শেষ পর্যন্ত থাকা প্রসঙ্গে ড. কামাল বলেন, “ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।”

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

19h ago