নির্বাচনপূর্ব সহিংসতায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন: রাষ্ট্রদূত
গত দুই সপ্তাহে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশে উচ্চমাত্রায় সহিংসতায় যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, সহিংসতায় সব রাজনৈতিক দল আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে সংখ্যালঘু ও নারী প্রার্থীরাও শিকার হয়েছেন। সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন বিরোধী দলের প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
দল মত নির্বিশেষে সব বাংলাদেশি যাতে নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং সেই সহায়ক পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়ায় সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
Comments