মোবাইল ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সামনে রেখে সাময়িকভাবে সকল মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে একথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল ২৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এর ফলে বিকাশ, রকেট, ইউক্যাশ বা শিওরক্যাশের মতো সেবাগুলো ব্যবহার করে অর্থ লেনদেন করা যাবে না।
তবে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে সীমিতভাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লেনদেন করা যাবে।
এদিকে আজ বৃহস্পতিবারই ছিল এবছরের ব্যাংকের শেষ কর্মদিবস। আগামী দুদিন সাপ্তাহিক ছুটি, পরদিন রোববার ভোটগ্রহণের দিন সরকার ঘোষিত সাধারণ ছুটি ও বছরের শেষ দিন ব্যাংক হলিডে মিলিয়ে আগামী চার দিন ব্যাংক বন্ধ থাকবে।
তবে টানা এই ছুটিতে ব্যাংকের এটিএম সেবা চালু থাকবে। ছুটির মধ্যে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার জন্যও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments