নির্বাচনের আগের দিন ফাঁকা রাজধানী

আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর একদিন আগে রাজধানী ঢাকা নিয়েছে অপরিচিত রূপ। প্রতিদিনের ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল অস্বাভাবিকভাবে কমে গেছে।
Dhaka
২৯ ডিসেম্বর ২০১৮, প্রায় যানশূন্য রাজধানীর ব্যস্ততম কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। ছবি: পলাশ খান

আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর একদিন আগে রাজধানী ঢাকা নিয়েছে অপরিচিত রূপ। প্রতিদিনের ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল অস্বাভাবিকভাবে কমে গেছে।

আজ (২৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে আমাদের ফটোসাংবাদিকদের পাঠানো ছবিতে দেখা যায় প্রায় যানবাহন-শূন্য শহরের রাস্তা।

তারা জানান, সকাল থেকে খুবই কম সংখ্যক ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। এমনকি, রিকশা চলাচল তুলনামূলকভাবে অনেক কম বলেও জানিয়েছেন তারা।

ধানমন্ডি-২৭, আসাদ গেট, কলাবাগান এবং পান্থপথ ঘুরে তারা জানান যে, সেই এলাকাগুলো প্রায় যান শূন্য ছিলো।

এছাড়াও, ভোটকে সামনে রেখে গতকাল দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

আজ বিজয় সরণীর তল্লাশি পোস্টে পুলিশকে দুজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে বাইকের কাগজপত্র তল্লাশি করতে দেখা যায়। তবে আরোহীরা জানান যে তারা মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞার কথা জানেন না।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে আমাদের একজন ফটোসাংবাদিক জানান, যেখানে গাড়ির লম্বা লাইন লেগে থাকতো এখন সেখানে তেমন কোনো গাড়ি দেখা যায়নি।

এদিকে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন। এছাড়াও, ব্যক্তিগত গাড়ির মালিকরাও তাদের গাড়ি তেমন বের করছেন না।

সকাল থেকে রাজধানীতে তেমন পুলিশের তল্লাশি পোস্ট তেমন নজরে আসেনি বলে জানিয়েছেন আমাদের ফটোসাংবাদিকরা।

আরও পড়ুন:

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি

Comments