থ্রিজি, ফোরজি সেবা বন্ধ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশনার প্রেক্ষাপটে সব মোবাইল ফোন অপারেটর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশনার প্রেক্ষাপটে সব মোবাইল ফোন অপারেটর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে।

আজ (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে এই সেবাগুলো বন্ধ হওয়ার বার্তা আসে।

বিভিন্ন অপারেটরের বার্তায় বলা হয়, এখন থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

এর আগে সব মোবাইল ফোন অপারেটরকে দ্রুত থ্রিজি, ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সংস্থাটির নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোনের ড্যাটা ব্যবহার করে কোনো ছবি বা ভিডিও ইন্টারনেটে আপলোড করতে পারবেন না।

মোবাইল ফোন ড্যাটার গতি কম থাকায় যোগাযোগ অ্যাপগুলোও ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে।

বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগ এক ইমেইল বার্তায় মোবাইল অপারেটরদের ইন্টারনেট সংযোগ দ্রুত টুজিতে নামিয়ে আনার কথা বলা হয়েছিলো।

গত নভেম্বরের এক হিসাবে দেখা যায়, বর্তমানে দেশে ছয় কোটি মানুষ মোবাইলে থ্রিজি এবং ফোরজি ইন্টারনেট ব্যবহার করছেন।

উল্লেখ্য, আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিটিআরসি এমন সিদ্ধান্ত নিয়েছে।

Comments