সচল হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোবাইল ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর ফের তা বাড়ানো হয়েছে।
মোবাইল ফোন অপারেটর কর্মকর্তারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এক ইমেইল বার্তায় আজ (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মোবাইল ইন্টারনেট সেবার গতি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিটিআরসি গতকাল বিকেলে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে টুজি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিলো। এরপর, গত রাত ১০টায় বিটিআরসির পক্ষ থেকে টুজি সেবাও বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, গত ২৫ ডিসেম্বর ১০ ঘণ্টার জন্য থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। সে সময় মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে কোনো ছবি বা ভিডিও দেখতে পারেননি ব্যবহারকারীরা।
Comments