‘প্রতিপক্ষ না থাকলে তো শান্তি থাকবেই’
জাতীয় নির্বাচন, সমসাময়িক রাজনীতি, ঘটনা-দুর্ঘটনা ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজন নির্বাচন সংলাপ ২০১৮ অনুষ্ঠানে আজকের (৩০ ডিসেম্বর) পর্বে উপস্থিত ছিলেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাম মোর্তোজা।
আজকে অনুষ্ঠিত হওয়া নির্বাচন সম্পর্কে সৈয়দ আবুল মকসুদ বলেন, “নির্বাচন একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার একটি হলো প্রার্থীদের ভোটারের কাছে যাওয়া। প্রচারণা নির্বাচনের একটি মৌলিক অংশ। অথচ বিভিন্ন দলের প্রার্থীরা ঠিক মতো প্রচারণা চালাতে পারেননি।”
নৈতিক দিক থেকে নিজেদের ভুল-ভ্রান্তি, ক্রুটি-বিচ্যুতি স্বীকার করার মধ্যে কোনো গ্লানি নেই উল্লেখ করে তিনি বলেন, “প্রতিপক্ষ না থাকলে তো শান্তি থাকবেই!”
বিস্তারিত দেখতে ক্লিক করুন ভিডিওটিতে:
Comments