এই নির্বাচন ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে: ইসলামি আন্দোলন বাংলাদেশ
ইসলামি আন্দোলন বাংলাদেশ বলেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে থাকবে। আজ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে এই কথা বলেছে ‘হাতপাখা’ মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলটি।
দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নির্বাচনের নামে আজ সারাদেশে যে প্রহসন হলো তাতে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়ে গেল।
বিবৃতিতে দাবি করা হয়, হতপাখা মার্কা নিয়ে যারা নির্বাচনী প্রার্থী হয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাদের সব এজেন্টদের ভোটকেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এর পরই ক্ষমতাসীন দলের লোকজন নির্বিচারে তাদের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরেছে।
নির্বাচনে ভোট জালিয়াতির উৎসব হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ক্ষমতাসীন দলের লোকেরা ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করেছে।
Comments