শতভাগ ভোট!

বগুড়া-৫ আসনের ধুনট উপজেলার একটি কেন্দ্রে শতভাগ ভোটারের ভোট দেওয়ার রেকর্ড হয়েছে।
cec
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

বগুড়া-৫ আসনের ধুনট উপজেলার একটি কেন্দ্রে শতভাগ ভোটারের ভোট দেওয়ার রেকর্ড হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে চিকাশি উচ্চবিদ্যালয় কেন্দ্রে তরুণ থেকে বৃদ্ধ- সব বয়সের ভোটাররা ভোট দিয়েছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, কেন্দ্রটির ২ হাজার ৩১০ ভোটের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৭২টি ভোট। বিরোধী বিএনপি’র প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ১০৮টি ও অন্য দুই প্রার্থী একটি করে ভোট পেয়েছেন। এছাড়াও, ১২৮টি ভোট বাতিল করা হয়েছে।

চিকাশি উচ্চবিদ্যালয়ের মতো আরও কয়েকটি কেন্দ্রেও এমন ঘটনা ঘটেছে।

এসব কেন্দ্রের মধ্যে রয়েছে- বগুড়া-২ আসনের শিবগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বগুড়া ১-আসনের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে অন্যরকম ঘটনা। কেন্দ্রটির সব ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য, “এতে জনরায়ের প্রতিফলন ঘটেছে।”

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago