ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনীর দাগনভূঞা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত দুজন মাদকব্যবসায়ী ছিলেন।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত দুজন মাদকব্যবসায়ী ছিলেন।

নিহত দুজন হলেন আসাদ (৪২) এবং ইমামুল আকন্দ (২৪)। তাঁরা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

গতরাত (১ জানুয়ারি) ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, “র‍্যাব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩টি গুলি, ২৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

Comments