পুনঃনির্বাচনের দাবি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতির
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন নির্বাচন কমিশনের (ইসি) কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি করেছেন।
সারাদেশের ৯০ শতাংশ এলাকায় নির্বাচনের আগের দিন ব্যালট কারচুপি হয়েছে উল্লেখ করে এই নির্বাচনের ফল বাতিল করতে ইসির উদ্দেশ্যে সুপ্রিম কোর্টকে স্বপ্রণোদিত আদেশ (সুয়োমুটো) জারি করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এই আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি বলেন, “ভোটকেন্দ্রগুলোতে কেবল আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর ভোটার ও এজেন্টদের ঢুকতে না দেওয়ায় এই নির্বাচনকে কোনোভাবেই নির্বাচন বলে অভিহিত করা যায় না।”
তিনি বলেন, ভোট কেন্দ্রে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকায় তিনি আশা করেছিলেন যে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, উপ-কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ছাড়া তারা কিছুই করতে পারেনি।
এছাড়াও, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণাকারী সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও পদত্যাগ দাবি করেছেন জয়নুল আবেদীন। তিনি বলেন, “আমি মনে করি তারা (বিচারপতি) তাদের শপথ ভঙ্গ করেছেন।”
Comments