ইসিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্মারকলিপি, নতুন নির্বাচন দাবি

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ চুলে নতুন করে নিরপেক্ষ প্রশাসনের অধীনে ফের নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়ে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

স্মারকলিপিতে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, “গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তার আওয়ামী লীগের কর্মী ও সন্ত্রাসী বাহিনী ৩০ থেকে ৬০ শতাংশ ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করে।”

আজ বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছে স্মারকলিপি জমা দেন। 

স্মারকলিপিতে অভিযোগ করে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পরিমাণে পক্ষপাতিত্ব দেখিয়েছে নির্বাচন কমিশন। আর বেসামরিক প্রশাসন সমস্ত রাষ্ট্রযন্ত্র জনগণের বিপক্ষে ব্যবহার করেছে।

এই অবস্থায় নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে- দাবি জাতীয় ঐক্যফ্রন্টের।

ফখরুলের সঙ্গে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির নেতা নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

‘Nuclear plant, military sites’ hit; state of emergency declared in Israel fearing Iranian retaliation

16m ago