বিপিএলের পারফরম্যান্স ‘গোনায় ধরেন না’ মাশরাফি

Mashrafee Mortaza

বিপিএলে এবারই প্রথম চার উইকেট নিলেন মাশরাফি মর্তুজা। এর আগে অনেকবার তিন উইকেট পেয়েছেন। আগের সেরা বোলিং ছিল ২০১৬ সালে। আজ যাদের বিপক্ষে সেরা বোলিং করলেন তাদের হয়েই খুলনা টাইটান্সের বিপক্ষে নিয়েছিলেন ১৬ রানে ৩ উইকেট। তবে বিপিএলে কবে কি করেছেন তা মাথায় নিয়ে বসে নেই তিনি। মাশরাফির কাছে সবচেয়ে গুরুত্বের জায়গা আন্তর্জাতিক ক্রিকেট।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধসিয়ে দেওয়ার দিনে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়েই এটা মাশরাফির সেরা বোলিং ফিগার। তবে এমন বোলিংয়ের পরও ঠিক আবেগে উদ্বেল নন রংপুর রাইডার্স অধিনায়ক, ‘আমি সবসময় আন্তর্জাতিক ম্যাচ গোনায় ধরি। আমার কাছে আন্তর্জাতিক ম্যাচের গুরুত্ব আরও বেশি থাকে। তবে আমি যখন যেটা খেলছি আমার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করি। কিন্তু যদি আপনি বিশেষভাবে গোনায় ধরার  করার কথা বলেন, তাহলে আমি শুধু আন্তর্জাতিক ম্যাচ গোনায় ধরি, আর এসব ম্যাচে আমি শতভাগ দিয়ে চেষ্টা করি। তবে আমি গোনায় ধরার ক্ষেত্রে আমি আন্তর্জাতিক ম্যাচই গোনায় ধরি।’

যেকোন পর্যায়ের ক্রিকেটই হোক খেলতে নামলে সর্বোচ্চ নিংড়ে দেন ঠিকই। তবে মনে স্থায়ী ছাপ রেখে যায় কেবল লাল-সবুজ জার্সিতে খেলা ম্যাচগুলোই। বিপিএলের এই পারফরম্যান্সও জাতীয় দলের পরের সিরিজের জন্য প্রস্তুতি হিসেবেই দেখছেন ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ অধিনায়ক, ‘এর আগে যে বিপিএলের ম্যাচগুলো খেলেছি সেগুলো স্মরণ করতে পারছি না। যেটা বললাম আন্তর্জাতিক ম্যাচ হলে অনেক আগেরগুলোও আমি স্মরণ করতে পারব। তবে যখন যেটা যায় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ।

‘আমার জন্যও ভালো হচ্ছে। উইকেট পেলে আত্মবিশ্বাস বাড়ে। বিপিএলের পরপরই আমাদেরকে ওয়ানডে ফরম্যাটে (নিউজিল্যান্ড সিরিজ) ফিরতে হবে। উইকেট পেতে থাকলে, ভালো বোলিং করলে আত্মবিশ্বাস থাকবে।’

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

4h ago