ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির জয়

আব্দুস সাত্তার ভূইয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যে তিনটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছিল আজ সেখানে পুনরায় ভোটগ্রহণের পর ওই আসনের চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার ভূইয়া জয়ী হয়েছেন।

ওই তিন কেন্দ্রে সাত্তার পেয়েছেন ১,২৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন পেয়েছেন ২,৫৮৫ ভোট। এর ফলে সাত্তারের পক্ষে মোট ভোট পড়ে ৮৩,৯৯৭। আর মঈন পেয়েছেন মোট ৭৫,৪১৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হেদায়েত-উদ-দৌলা খান দ্য ডেইলি স্টারকে চূড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছেন।

এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা আটটি আসনে জয়ী হলেন। আর বিএনপির বিজয়ীর সংখ্যা বেড়ে হলো ছয় জন।

ভোটের আগে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। আগামী ২৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

8h ago