নোয়াখালীতে ধর্ষণের মামলায় আরও দুই আসামির স্বীকারোক্তি

নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচন নিয়ে বিরোধের জেরে এক নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামিসহ আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সোহেল ও তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় গ্রেপ্তার জসিম উদ্দিন।
rape
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচন নিয়ে বিরোধের জেরে এক নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামিসহ আরও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সোহেল ও তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততায় গ্রেপ্তার জসিম উদ্দিন।

আজ নোয়াখালীর আমলি আদালত-২ এর বিচারক নবনীতা গুহ আসামিদের জবনবন্দি রেকর্ড করেন। এই দুজন নিয়ে মোট চারজন ধর্ষণের মামলাটিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে সোমবার এই আদালতেই দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চার সন্তানের জননী ৩৫ বছরের ওই নারী গত ৩১ ডিসেম্বর অভিযোগ করেছিলেন, নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় রুহুল আমীনের ১০ থেকে ১২ জন সহযোগী তাকে ধর্ষণ করে।

তবে এই রুহুল আমিনকে প্রথমে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। ধর্ষণের ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তারের পর তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি চরজুবলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

Comments