মেসির রেকর্ড মানছে না ‘রিয়াল ভিত্তিক গণমাধ্যম’ মার্কা

ঘরের মাঠে এইবারের বিপক্ষে দারুণ এক গোল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। লালিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এ তারকা। কিন্তু তার এ রেকর্ড অস্বীকার করেছে ‘রিয়া মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম’ হিসেবে পরিচিত মার্কা। তাদের দাবি মেসি লালিগায় ৩৯৯টি গোল দিয়েছেন।

ঘরের মাঠে এইবারের বিপক্ষে দারুণ এক গোল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। লালিগায় প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এ তারকা। কিন্তু তার এ রেকর্ড অস্বীকার করেছে ‘রিয়া মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম’ হিসেবে পরিচিত মার্কা। তাদের দাবি মেসি লালিগায় ৩৯৯টি গোল দিয়েছেন।

আর তার যুক্তিও তুলে ধরেছে মার্কা। ফের্নান্দো আমোরেবিয়েতার একটি আত্মঘাতী গোল মেসির নামে গিয়েছে বলে জানায় তারা। ২০১২-১৩ সালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-১ গলে জয় পায় বার্সা। ১৪তম রাউন্ডের সে ম্যাচে মেসির একটি শট জালে ঢোকার আগে আমোরেবিয়েতার পায়ে লেগে দিক বদলে যায়। অথচ ম্যাচ শেষে রেফারি গোলটি মেসির নামেই রেকর্ড করেছেন।

সে ম্যাচে সেসেই রেফারি অ্যান্তিনিও মিগুয়েল মাতেউ লাহেজের বিরোধিতা করেছিল মার্কা। কারণ একই মৌসুমে আগের বছর এ ধরণের একটি গোল ফের্নান্দো লোরেন্তের নামে না দিয়ে জেরার্দ পিকের আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হয়েছিল।

তবে মার্কা যাই দাবি করুক, লালিগা কর্তৃপক্ষ আগেই সে গোলের স্বীকৃতি দিয়েছে। স্বাভাবিকভাবেই তাই মেসির ৪০০ গোলের স্বীকৃতি পেয়েছে আগের রাতেই। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে এক লিগে ৪০০ দেওয়ার রেকর্ড গড়ায় মেসিকে অভিনন্দনও জানিয়েছে তারা।

ইউরোপের শীর্ষ লিগে অবশ্য মেসির চেয়ে বেশি গোল দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ৪০৯টি। তবে এ গোলগুলো ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে দিয়েছেন এ তারকা। এর মধ্যে রিয়ালের হয়ে ৩১১টি গোল দিয়েছিলেন এ পর্তুগিজ। তবে তিনি মেসির চেয়ে মোট ৬৩টি ম্যাচ বেশি খেলেছেন। ৪৩৫ ম্যাচ খেলেই ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

আগের রাতে এইবারের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৫৩ মিনিটে নতুন ইতিহাস গড়েন মেসি। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার আর্জেন্টাইন এই তারকা।

Comments