ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)। তিনি রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
ঠাকুরগাঁওয়ের বিজিবি ব্যাটেলিয়ন-৫০ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, “আজ ভোর ৪টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ীদের সঙ্গে রাজু ধর্মগড় সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেন।”
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, “ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।”
ওই বিজিবি কর্মকর্তা বলেন, “এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও রাজু গোলাগুলির মাঝখানে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”
এ ঘটনায় ইতিমধ্যে বিএসএফ কর্মকর্তাদের যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন লে. কর্নেল তুহিন।
Comments