বিপিএলের পারফরম্যান্স কোন প্রভাব ফেলবে না বিশ্বকাপ দলে

কোন ক্রিকেটার বিপিএলে ভালো করুন কিংবা খারাপ। তাতে কিছু যায় আসে না প্রধান কোচ স্টিভ রোডসের। বিশ্বকাপের দল ভাবনায় এই টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের পারফরম্যান্সের গুরুত্ব দিতে চান না তিনি।
Steve Rhodes
ছবি: ফিরোজ আহমেদ

কোন ক্রিকেটার বিপিএলে ভালো করুন কিংবা খারাপ। তাতে কিছু যায় আসে না প্রধান কোচ স্টিভ রোডসের। বিশ্বকাপের দল ভাবনায় এই টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের পারফরম্যান্সের গুরুত্ব দিতে চান না তিনি।

এবার বিপিএলে জাতীয় দলের নিয়মিত অনেক তারকাই এখনো বাজিমাত করতে পারেননি। কেউ কেউ ভালো করছেন। আবার জাতীয় দলের বাইরে থাকা অনেকেই কাড়ছেন আলো। সিলেট পর্বের শুরু থেকে মাঠে বসে বিপিএল দেখে নোট নিচ্ছেন কোচ। শুক্রবার ম্যাচ শুরুর আগে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বললেন অনেকের মুন্সিয়ানাই দেখছেন, তবে বিশ্বকাপ দলে এসবের মূল্য আসলে কম,  ‘বেশ কয়েকজনই ভালো করছে। বিশেষ করে কয়েকজন বোলার চোখে পড়ার মতো ভাল করেছে। তাসকিন, শফিউলের নাম নিতে পারি। স্পিনাররা তো ভালো করছেই। তারা দেখাচ্ছে আমাদের স্পিনের গভীরতা কত মজবুত।’

‘ব্যাটসম্যানরাও কেউ কেউ ভাল করছে। লিটন আগের ম্যাচে স্পেশাল একটা ইনিংস খেলল। মিরপুরে মুশফিক রান তাড়ায় দেখিয়েছে দুরন্ত ব্যাটিং।’

‘আমার মনে হয় বিপিএলে কেউ ভালো করুক বা খারাপ, আমাদের উচিত হবে না সেটিকে খুব গভীরভাবে গুরুত্বের সঙ্গে নেওয়া। বিশ্বকাপের সংস্করণই আলাদা। আর ওয়ানডেতে আমরা যথেষ্টই ভালো করছি। তাই বিপিএলের পারফরম্যান্সে আমি খুব প্রভাবিত হওয়ার কিছু দেখছি না।’

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২ জুন প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে চূড়ান্ত দল দেওয়ার তারিখ ২৩ এপ্রিল।  বাংলাদেশের ক্রিকেটের এখন সব কিছুই এগুচ্ছে বিশ্বকাপকে কেন্দ্র করে। বিপিএলে স্থানীয়দের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করলেও বিশ্বকাপের সঙ্গে তা মেশাতে চান না তিনি, ‘অবশ্যই আমরা চাই স্থানীয়রা বিপিএলে ভালো করুক। ওরাও ভালো করতে খেলছে।  টিভি ক্যামেরার সামনে, দর্শকের সামনে, নির্বাচক ও বিশ্ব ক্রিকেটের দারুণ সব ক্রিকেটারদের সামনে ভালো খেলতে পারা দারুণ কিছু। কিন্তু সেসব সত্ত্বেও বিশ্বকাপের দল নির্বাচনে এই টুর্নামেন্টের কোন প্রভাব থাকবে না।’

 

 

 

 

Comments