কালো অধ্যায় পার করে ‘ট্র্যাকে ফিরেছেন’ ইয়াসির

Yasir Ali Rabbi
৩৬ বলে ৫৪ রানের ইনিংসের পথে ইয়াসির আলি। ছবি: ফিরোজ আহমেদ

ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করেন ইয়াসির আলি রাব্বি। গত বছরের শুরু থেকে ছিলেন সেরা ছন্দে। আশায় ছিলেন এমন পারফরম্যান্স দিয়ে ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজ আর আয়ারল্যান্ড সফরে সুযোগ মিলবে। কিন্তু আকস্মিক এক সড়ক দুর্ঘটনা সব উল্টপালট করে দেয় চট্টগ্রামের এই ব্যাটসম্যানের। জীবন থেকে হারিয়ে যায় চার মাস। ‘এ’ দলের হয়ে খেলা মিস হলেও এবার বিপিএলে নজর কাড়লেন তিনি। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের মধ্যে এবার বিপিএল প্রথম ফিফটি এল তার ব্যাটেই।

শনিবার খুলনা টাইটান্সের বিপক্ষে ২১৪ রানের পাহাড় জিতেছে চিটাগাং ভাইকিংস। যাতে ৫ চার আর ৩ ছক্কায় ৩৬ বলে ৫৪ করে বড় অবদান ইয়াসিরের। বিশাল রান তাড়ায় খুলনাকে থামতে হয় ১৮৮ রানে।

এমন ম্যাচ জিতে আসার পর দিনের সেরা পারফর্মারদের একজন হিসেবে সংবাদ মাধ্যমে হাজির ইয়াসির। কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে আলো কেড়ে নেওয়ার দিনে জানা গেল তার দুঃসময়ের গল্পও। গত মে মাসে মিরপুর সাড়ে এগারোয় এক সিএনজি অটোরিকশা ধাক্কা দিয়ে দেয় থাকে। তখন মারাত্মক আহত হন তিনি, ‘আসলে কি বলব। ওই দুর্ঘটনাটা আমার জীবনের একটা কালো অধ্যায় বলতে পারেন। কারণ চার মাস অনেক বড় একটা বিরতি হয়ে গিয়েছিল। তখন আমি ভেঙে পড়ি, ভাবি কি হবে আসলে। কারণ ‘এ’ দলের দুটো ট্যুর ছিল। শ্রীলঙ্কা বাংলাদেশে এসেছিল, আয়ারল্যান্ড ট্যুর ছিল। আমি মিস করেছি ওটা। যেহেতু ভালো খেলেছিলাম আশা ছিল যাব।’

দুঃসময় হানা দিয়েছিল। পরিবারের দেওয়া মনোবলে সব পার করে ছুটতে চান আগের গতিতে, ‘তখন আমাকে মানসিক শক্তি দিয়েছেন আমার বাবা-মা। এখন সব ভুলে বলতে হয় যে কিছু হয়নি, চারমাসই তো গেছে। সামনে অনেক খেলা। আবার ট্র্যাকে আসছি। ’

প্রথম দুই ম্যাচে চিটাগাং ভাইকিংসের হয়ে ওয়ানডাউনে নামছিলেন মোহাম্মদ আশরাফুল। তিনি ব্যর্থ হলে তার জায়গা নেন ইয়াসির। তিন ম্যাচের মধ্যেই ইয়াসির দিয়েছেন সামর্থ্যের প্রমাণ (৪১, ৪ ও ৫৪)। বছর-জুড়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ না পেয়েও মানিয়ে নিতে পাচ্ছেন সতীর্থদের সহায়তা, ‘আসলে জানতাম না যে আন্তর্জাতিক ক্রিকেট না খেলাদের মধ্যে প্রথম ফিফটি মেরেছি। আর কঠিন কিছু না (মানিয়ে নেওয়া), আসলে প্রথম একটা ম্যাচ বা দুইটা ম্যাচ একটু কোপ আপ করতে সময় লাগলেও আমাকে মুশফিক অনেক সাহায্য করছে, মোসাদ্দেকও। পুরো দল সাহায্য করছে। যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে পারছি।’

Comments

The Daily Star  | English
problems in filing complaints in police stations

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

1h ago