গুলশান হামলা: ‘অস্ত্র সরবরাহকারী’ আটক
গুলশানের একটি ক্যাফেতে হামলাকারীদের ‘অস্ত্র সরবরাহকারী’ ও নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (২০ জানুয়ারি) সকালে এক খুদে বার্তায় র্যাব জানায়, “গাজীপুর হতে হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং হলি আর্টিজান হামলায় চার্জশিটভুক্ত আসামি ও জেএমবির অন্যতম সূরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেপ্তার করেছে র্যাব।”
সেসময় নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয় বলেও সেই বার্তায় জানানো হয়।
পরে রাজধানীর কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাবের একটি দল ১৯ জানুয়ারি রাত সোয়া ১১টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার অধিবাসী মো. মামুনুর রশিদ গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জঙ্গি সংশ্লিষ্টতার স্বীকারোক্তি প্রদান করেছে।
Comments