প্রতিবেশীদের সঙ্গে রেল যোগাযোগ বাড়াবে বাংলাদেশ: মন্ত্রী
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। সেই সঙ্গে সরকার অভ্যন্তরীণ রেলপথ বাড়ানো ও পণ্য পরিবহনের দিকেও নজর দিচ্ছে।
আজ রোববার রাজধানীর রেলওয়ে ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা জানান রেলমন্ত্রী।
তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা আছে। তাহলে রেলপথে চীনের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা যাবে। এমনকি ট্রান্স এশিয়ান রুটের মাধ্যমে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গেও যুক্ত হবে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের ১০টি মেগা প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প--পদ্মা রেল লাইন ও দোহাজারি-কক্সবাজার-গুমধুম রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।
নুরুল ইসলাম আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে হাই-স্পিড ট্রেন সার্ভিসের সম্ভাব্যতা নিয়ে গবেষণা চলছে। আর রেলকে লাভজনক করতে পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ট্রেনের সংখ্যা বাড়াতে নতুন ২৪০টি কোচ যোগ করা হবে।
Comments