শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশে আগামীকাল শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ। দেশে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সরকারের কর্মপরিকল্পনার কথা থাকবে তার ভাষণে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হবে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার ভাষণে আগামী পাঁচ বছরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন।
Comments