ব্যাটসম্যানদের নিয়ে খেলতে চান রুবেল
চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং স্বর্গ। বরাবরই ব্যাটসম্যানরা এ উইকেটে ঝড় তুলে থাকেন। এমন উইকেট বোলারদের জন্য অনেকটা বধ্যভূমি হয়েই দাঁড়ায়। তার উপর চলতি বিপিএলে এ উইকেটে ব্যাটসম্যানদের সাফল্যের হারও অনেক বেশি। কিন্তু তারপরও এ উইকেটে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন ঢাকা ডায়নামাইটসের পেসার রুবেল হোসেন। মূলত ব্যাটসম্যানদের নিয়ে খেলেই সাফল্য পেতে চান এ পেসার।
দুদিন আগেই চট্টগ্রামের বিপক্ষে ২৩৯ রানের বিশাল সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স। যা এ আসরের ইতিহাসের সর্বোচ্চ রানের স্কোর। রুবেল ম্যাচটি দেখেছেন টিভিতে। আর ঘরোয়া ক্রিকেটের সুবাধে এ উইকেটে অনেকবারই খেলেছেন। তাই এখানে সাফল্য পাওয়ার মন্ত্রটা কিছুটা হলেও জানেন। মাথা খাটিয়ে বল করলে সাফল্য মিলবে বলে আশা করছেন এ পেসার, ‘চিটাগংয়ে আমরা অনেক খেলেছি। এই ধরণের উইকেটে আমরা যারাই বল করবো না কেন খুব বুদ্ধি খাটিয়ে করতে হবে।’
‘এটা যেহেতু ব্যাটসম্যানদের সহায়ক উইকেট আমার কাছে মনে হয় ব্যাটসম্যানকে পড়ে বল করা উচিৎ। উইকেটটা কি চাচ্ছে। সব ব্যাটসম্যানরা হয়তো শটস খেলতে পছন্দ করে এ ধরণের উইকেটে। আসলে ব্যাটসম্যানদের নিয়ে খেলা উচিৎ। আমরা কি চাচ্ছি, আমার কি করা উচিৎ, আমার দলের পরিকল্পনা কি আমার মনে হয় এসবের বাস্তবায়ন ভালো করতে পারলে সাফল্য পাওয়া যাবে।’ – চট্টগ্রামের উইকেটে সাফল্য পাওয়ার মন্ত্র জানিয়ে আরও বললেন রুবেল।
এবারের আসরে বেশ ভালো বোলিং করছেন স্থানীয় পেসাররা। তবে এতে আলাদা কোন চ্যালেঞ্জ না নিয়ে নিজের কাজটা ঠিকভাবে করতে চান রুবেল, ‘আমি কোন চ্যালেঞ্জ অনুভব করছি না। আমার লক্ষ্য আমি প্রত্যেকটা ম্যাচে ভালো বল করতে চাই। মাঝে মধ্যে ভালো বলেও উইকেট পাই, মাঝে মধ্যে খারাপ বলেও উইকেট পাই। উইকেটটা কিছু কিছু সময় ভাগ্য সহায়ক হতে হয়।’
চট্টগ্রামে প্রথম দিনেই রংপুরের বিপক্ষে মাঠে নামছেন ঢাকা। এর আগে মিরপুরে শেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে দলটি। তবে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে শীর্ষে ফেরার প্রত্যয় ঝরে রুবেলের কণ্ঠে, ‘সবগুলো দলই বেশ ভালো। চিটাগং খুব ভালো খেলছে হয়তো শেষ দুইটা ম্যাচ হেরেছে। আমরা শীর্ষে ছিলাম, দুইটা ম্যাচ ক্লোজ ম্যাচ হেরেছি। ইনশাল্লাহ পরের ম্যাচে কামব্যাক করে ইনশাল্লাহ আমরা আবার শীর্ষে চলে আসব।’
Comments