৫৩ পর্যটক নিয়ে বিদেশি জাহাজ সুন্দরবনে

বিদেশি পর্যটকদের নিয়ে একটি আন্তর্জাতিক ভ্রমণতরী এখন বিশ্বখ্যাত সুন্দরবনে অবস্থান করছে। তরীটি গতকাল (২৭ জানুয়ারি) মংলা বন্দরে অবস্থান করছিলো।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদার বরাত দিয়ে আমাদের বাগেরহাট সংবাদদাতা জানান, সুন্দরবন ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে ৫৩ বিদেশি পর্যটক নিয়ে ‘সিলভার ডিসকভারার’ নামের এই আন্তর্জাতিক ভ্রমণতরীটি গতকাল দুপুরে বন্দরে নোঙ্গর করে।

তিনি আরও জানান, এর পর্যটকরা এসেছেন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস এবং ভারত থেকে।

পর্যটকদের জন্যে সেই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন হারবার মাস্টার।

তিনি বলেন, “বন্দরে তরীটি নোঙ্গর করেছিলো পর্যটকদের অভিবাসনের জন্যে। তারা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সুন্দরবনের দাঙ্গামারী, চরপুটিয়া, আলোরকল, হারবাড়িয়া, করমজল, হিরণপয়েন্ট, কটকা, কাঞ্চিখালী এবং দুবলা এলাকা ভ্রমণ করবেন।”

হারবার মাস্টার আরও জানান যে তরীটি আগামী ৩১ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে সুন্দরবন ত্যাগ করবে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় প্যারাবন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে খ্যাতি রয়েছে সুন্দরবনের।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago