নিরীহ জনগণকে হয়রানি করবেন না: পুলিশকে প্রধানমন্ত্রী
দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি করা যাবে না। বরং তারা হয়রানির শিকার হলে, বিপদে পড়লে তাদের সহযোগিতা করুন।’
সাধারণ জনগণকে যেকোনো ধরনের হয়রানি থেকে রক্ষা করা পুলিশের দায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণ এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা অর্জনে ও জনবান্ধব পুলিশ বাহিনী হতে প্রত্যেক পুলিশ সদস্যকে সততা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করতে হবে। আপনাদের থেকে এটাই আমরা চাই।’
দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নোয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশটা আমাদের, এখানে শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত রাখতে হবে।’
তিনি বলেন, ‘এছাড়া, নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধিতে পুলিশকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। কারণ এক্ষেত্রে পথচারীদেরও অসচেতনতা রয়েছে।’
দেশকে সন্ত্রাবাদ নির্মূলের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা সন্ত্রাসীই। তাদের কোনো ধর্ম নেই, জাত নেই ও দেশ নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখতে হবে। কারণ আমরা শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীল বাংলাদেশ চাই। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই।’
শেখ হাসিনা বলেন, ‘শান্তি, নিরাপত্তার ও শৃঙ্খলার প্রতীক বাংলাদেশ পুলিশ। আমাদের পুলিশ বাহিনীকে হতে হবে জনবান্ধব। পুলিশের ওপর জনগণ যেন আস্থা রাখতে পারে সেভাবে সে লক্ষ্যে কাজ করতে হবে।’
Comments