অতীত ফেলে সাব্বিরের নতুন উড়াল

Sabbir Rahman
নিউজিল্যান্ড যাওয়ার আগে বিমান বন্দরে সাব্বির রহমান। ছবি: ফিরোজ আহমেদ

অনেক সমালোচনার মধ্যে দলে আসা সাব্বির রহমান আগেই বলেছিলেন এটা তার দ্বিতীয় অধ্যায়।  এই অধ্যায়ে তাই রাখতে চান না পেছনের কোন ক্ষত। আগে যা কিছু ভালো ছিল সব জড়ো করে নতুন করে ফেরার প্রত্যয় নিয়ে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি।

বুধবার ওয়ানডে দলের আট ক্রিকেটার, প্রধান কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ রওয়ানা হয়েছেন নিউজিল্যান্ডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থেকে ফেরা সাব্বির আছেন এই বহরে।  বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করানোর ভাবনায় যাকে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে নেওয়া হয়েছে।

একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় হুমকির মুখে সাব্বিরের ক্যারিয়ার। ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষেধাজ্ঞা কাটানোর পর আরেক ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় সেই নিষেধাজ্ঞা এক মাস কমিয়েই তাকে দলে নেওয়া হয়।

এই সময়ে আহামরি পারফরম্যান্স করেননি। তবু তার উপর অধিনায়ক মাশরাফি মর্তুজা আস্থা রেখেছেন। এসব কিছু দেখে নিউজিল্যান্ড যাওয়ার আগে সাব্বিরের উপলব্ধি, নিজেকে বদলে ফেলবেন আচরণে, কিন্তু ব্যাটে ফিরিয়ে আনবেন পুরনো দাপট, ‘অবশ্যই এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির রূপে ফিরে আসতে।’

পেছনের দুর্দিন, তেতো অভিজ্ঞতা সবই নাকি বক্সবন্দি করে পেছনে ফেলে রেখে এগুতো চান সামনে, ‘না ওইসব নিয়ে চিন্তা করছি না। পাস্ট ইস পাস্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। ’

এবার বিপিএলের শুরুতে রান পাচ্ছিলেন না, বাড়ছিল চাপ। পরে পুষিয়ে নিয়েছেন। সিলেট সিক্সার্সের হয়ে রেখেছেন অবদান।  ১২ ম্যাচে ২৫.০৯ গড়ে ২৭৬ রান করেছেন। স্টাইকরেটও জুতসই ১২১.০৫।

যেভাবে দলে এসেছে তাতে উঠেছে নানা প্রশ্ন। সেসব প্রশ্ন চাপা পড়তে পারে কেবল তার পারফরম্যান্সের জোরে। তবে আগ বাড়িয়ে ভেতরের জেদের কথা জানিয়ে চাপ বাড়াতে চাইলেন না এবার, ‘জবাব দেয়া বড় বিষয় না। আমি ভালো খেলার চেষ্টা করব।’

তাকে নেওয়া হয়েছে মূলত সাত নম্বরের ব্যাট করার চিন্তায়। দল আগে ব্যাট করলে স্লগ ওভারে ঝড় তুলার দায়িত্ব থাকবে তার উপর। আর পরে ব্যাট করলে ম্যাচ শেষে করে দেওয়ার মতো মহা দায়িত্বও পেতে পারেন। তবে সাব্বির নিজেকে সব পজিশনের জন্যই তৈরি রাখতে চান।

সাব্বিরের সামনে নিজেকে প্রমাণের কঠিন মঞ্চ। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে তার নতুন ফেরা হতে পারে আরও কঠিন। কিন্তু আগের অভিজ্ঞতা থেকে বুকে সাহস রেখে ঝাঁপাতে চান ডানহাতি এই ব্যাটসম্যান, ‘এর আগে দুইবার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে। ওয়েদার কেমন ধারনা আছে। আশা করি দ্রুত মানিয়ে নিতে পারব ও ভালো খেলার চেষ্টা করব। ’

 

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

11h ago