ইলিশ চলাচলের জন্য ফারাক্কা খুলবে ভারত
বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতের এলাহবাদ পর্যন্ত যেন সাঁতরে যেতে পারে সে কারণে ফারাক্কা বাঁধের স্লুইস গেটগুলো প্রতিদিন চার ঘণ্টা আরও কিছুটা ওপরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইলিশের চলার পথের বাধা সরাতে এ বছরের জুন মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
জুন মাসে ডিম ছাড়ার মৌসুমে সমুদ্রের লোনা পানি থেকে ইলিশ নদীর মোহনা দিয়ে বাংলাদেশের নদীগুলোতে উঠে আসে। কিন্তু ফারাক্কা বাঁধের নেভিগেশন লকের কারণে এতদিন পর্যন্ত বাংলাদেশ অংশেই ইলিশের চলাচল সীমাবদ্ধ থাকত। বাঁধ পার হয়ে ইলিশের পক্ষে আর উজানের দিকে যাওয়া সম্ভব ছিল না।
গঙ্গা নদীর জীববৈচিত্র বাড়াতে তাই ইলিশের চলার পথ থেকে এবার বাধা সরানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। এর জন্য ইতিমধ্যেই নেভিগেশন লকের ডিজাইনেও পরিবর্তন করা হয়েছে ইলিশ যেন সহজেই ফারাক্কা পার হয়ে আরও উজানের দিকে যেতে পারে।
দেশটির কর্মকর্তারা বলছেন, ভারতের কৃষি গবেষণা কাউন্সিল, অভ্যন্তরীণ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কেন্দ্রীয় পানি কমিশন ও ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে দেশটির পানিসম্পদ মন্ত্রী নিতিন গডকড়ী শুক্রবার জানান, গঙ্গায় জীববৈচিত্র বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি একটি। দেশটির জলপথ কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান প্রবীর পাণ্ডে বলেন, “প্রতিদিন রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফারাক্কার গেট খোলা রাখা হবে। কারণ এ সময়ই ইলিশ বেশ চলাচল করে।”
Comments