ওয়েবসাইটে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য: পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব
পাকিস্তানের একটি অফিসিয়াল ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দেশটির রাষ্ট্রদূতকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রগুলো জানায়, আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শাহ ফয়সাল কাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে তার হাতে কূটনৈতিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ এই প্রতিবাদপত্র দেন।
Comments