ঘরের মাঠে হারল রিয়াল, রামোসের লাল কার্ড

ছবি: এএফপি

নতুন কোচ সান্তিয়াগো সোলানির অধীনে চলতি বছরে বেশ ভালোই খেলছিল রিয়াল। লালিগায় শেষ পাঁচটি ম্যাচে জয়। এদিনও ঘরের মাঠে শুরুটা ভালোই করেছিল তারা। কাসেমিরোর গোলে এগিয়েও যায়। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো তাদের হার উপহার দিল জিরানো। লালিগার সফলতম দলটি এদিন ১-২ গোলে গেছে পুঁচকে জিরানোর কাছে।

একে ম্যাচ হেরেছে দলটি। তার উপর আবার অধিনায়ক সের্জিও রামোস পেয়েছেন লাল কার্ড। অথচ ২০১৮ সালে লাল কার্ড না পেয়ে বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক। তবে চলতি বছরের দুই মাস না কাটতেই লাল কার্ডের দেখা পেলেন তিনি। দুই হলুদ কার্ড দেখার কারণে এ কার্ড দেখেন তিনি।

ম্যাচের শুরুটা শুরুটা বেশ দারুণভাবেই করেছিল রিয়াল। বেশ কিছু গোছানো আক্রমণে এগিয়ে যেতেও সময় লাগেনি তাদের। ২৫ মিনিটেই গোল পায় দলটি। ডান প্রান্ত থেকে টনি ক্রুসের পাস থেকে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান কাসেমিরো।

সাত মিনিট পর দারুণ সুযোগ পেয়েছিলেন লা লিগায় ৩০০তম ম্যাচ খেলতে নামা ফরাসী তারকা করিম বেনজেমা। লুকাস ভাসকেসের বাড়ানো ক্রসে প্রয়োজন ছিল আলতো একটি টোকার। কিন্তু পা লাগাতে ব্যর্থ হন এ ফরাসী। বিরতির ঠিক আগেও সুযোগ ছিল তার। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সে সুযোগ মিস করেন বেনজেমা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে দলটি। শুরুতেই দারুণ এক শট নিয়েছিলেন মার্সেলো। তার বুলেট শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন জিরোনা গোলরক্ষক। ৫৮তম মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পায় জিরানো। লোসানোর হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফিরতি বলে শট নিয়ে উড়িয়ে মারেন আলেক্স গার্সিয়া।

তবে সাত মিনিট পর সমতায় ফেরে দলটি।  ক্রিস্তিয়ান স্তোয়ানির শট বারপোস্টে ফিরে আসলে ফিরতি বল শট নেন ডগলাস লুইস। তার শট রামোসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর সে স্পটকিক থেকে গোল আদায় করে নিতে কোণ ভুল করেননি উরুগুইয়ান স্ট্রাইকার স্তোয়ানি।

পাঁচ মিনিট পর এগিয়ে যেতে পারতো সফরকারীরা। পোর্তুর জোরালো শট বারপোস্টে লেগে ফিরে আসে। সে যাত্রা বেঁচে গেলেও ৭৫ মিনিটে আর বাঁচতে পারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। প্রথমে অবশ্য লোসানোর নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিয়েছেন কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে নিচু হয়ে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন পোর্তু।

এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। কিন্তু কাজের কাজ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। উল্টো শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রামোস। ফলে অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে যাওয়া হলো না তাদের। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ২ পয়েন্ট বেশি অ্যাতলেটিকোর। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

10h ago